বাংলাদেশি নির্মাতা এনামুল করিম নির্ঝরের সঙ্গে দেবজিৎ মিশ্রের বোঝাপড়া খুব ভালো।
"ডিজায়ার দ্য ফ্লাইং বাটার' নামের একটি সিনেমা বানাতে চলেছেন নির্ঝর ।
কিন্তু এই ছবি নিয়ে কেন এত আলোচনা! কারণ এই ছবিতে যে শাকিরা গান গাইতে চলেছেন!
শাকিরা সিনেমায় গান গাইছেন_এটাই তো বিরাট বিষয়, তার ওপর আবার সিনেমাটা যদি হয়
বাংলাদেশের তাহলে তো আলোচনার যথেষ্ট রসদ জমা আছেই। এই ছবির পাঁচটি গানে কণ্ঠ দেবেন শাকিরা।
এই ছবির জন্য শাকিরাকে ক্যামেরার সামনে আনারও জোর চেষ্টা চালাচ্ছেন নির্ঝর। তবে ছবির কোন চরিত্রে
কারা অভিনয় করছেন সে বিষয়ে তিনি মুখ খোলেননি।Detail
"ডিজায়ার দ্য ফ্লাইং বাটার' নামের একটি সিনেমা বানাতে চলেছেন নির্ঝর ।
কিন্তু এই ছবি নিয়ে কেন এত আলোচনা! কারণ এই ছবিতে যে শাকিরা গান গাইতে চলেছেন!
শাকিরা সিনেমায় গান গাইছেন_এটাই তো বিরাট বিষয়, তার ওপর আবার সিনেমাটা যদি হয়
বাংলাদেশের তাহলে তো আলোচনার যথেষ্ট রসদ জমা আছেই। এই ছবির পাঁচটি গানে কণ্ঠ দেবেন শাকিরা।
এই ছবির জন্য শাকিরাকে ক্যামেরার সামনে আনারও জোর চেষ্টা চালাচ্ছেন নির্ঝর। তবে ছবির কোন চরিত্রে
কারা অভিনয় করছেন সে বিষয়ে তিনি মুখ খোলেননি।Detail